
কৌশিক বসু , দুর্গাপুর : একদিকে যখন বসন্ত উৎসবে নাচে-গানে-কবিতায় মাতোয়ারা শহরের সংষ্কৃতিবান মানুষ, অন্যদিকে তখন একদল যুবকের লাগামছাড়া উশৃঙ্খলতায় মুখ পুড়ল শহরের। ঘটনাস্থল নিউ টাউনশিপ থানার অন্তর্গত শিবমন্দির এলাকার নবীন পল্লী। মঙ্গলবার,দোলের দিন সকাল থেকেই ওই এলাকার কিছু যুবক পথচলতি মানুষকে গায়ে রং ছেটাতে শুরু করে। বেলা বাড়তেই ওই যুবকদের উশৃঙ্খলতা চরমে পৌঁছায়। মদ্যপ যুবকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আরোহীদের রং মাখাতে থাকে। দু-একজন মৃদু প্রতিবাদ করলেও যুবকদের রনং দেহী মুর্তি দেখে ভয়ে পিছিয়ে যায়। ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানায় খবর গেলে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপরেই পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে মত্ত যুবকেরা। শুরু হয়ে যায় পুলিশের সাথে ধ্বস্তাধস্তি। ঘটনার জেরে কয়েকজন সিভিক ও পুলিশ কর্মী আহত হয়। আহতদের মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এরপর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ৯ যুবককে গ্রেপ্তার করে পুলিশ,বাকি কয়েকজন পলাতক। ধৃতদের বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতরা প্রত্যেকেই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পলাতকদের সন্ধানে পুলিশ তল্লাশী শুরু করেছে।