৯৯ বাংলা নিউজ ডেস্ক : হিজাব আন্দোলনকে সমর্থন জানানোয় সরকারের রোষে পড়ার আশঙ্কা। সারা খাদেম নামে ইরানি মহিলা দাবা খেলোয়াড় সামিল হয়েছিলেন হিজাব বিরোধী আন্দোলনে। প্রতীকী প্রতিবাদ হিসেবে হেডস্কার্ফ ছাড়াই একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সারা খাদেম কাজাখস্তানের আলমাটিতে FIDE ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ দাবা টুর্নামেন্টে হেড স্কার্ফ এবং হিজাব ছাড়াই অংশ নিয়েছিলেন।এরপর এই খেলোয়াড়কে দেশে না ফেরার হুমকি দেওয়া হয় এবং এই খেলোয়াড় স্পেনে পৌঁছে যান। সারা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে বাড়ি ফেরেননি।
ক্রমাগত হুমকি দিয়ে বেশ কয়েকটি ফোন কল পেয়েছিলেন তিনি। বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েই তাকে দেশে ফিরে আসতে হবে। সারার আত্মীয় ও বাবা-মা ইরানে রয়েছেন। সেখানেও তাদের হুমকিও দেওয়া হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রণালয় এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ফোন কলের কারণে টুর্নামেন্টের আয়োজকরা কাজাখস্তান পুলিশের সহায়তায় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার হোটেল রুমের বাইরে চারজন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এদিকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে হিজাব বিরোধী বিক্ষোভ চলছে৷ বিক্ষোভের পর মহিলা খেলোয়াড়রাও হিজাব না পরে আন্দোলনে সমর্থন করছেন। ইরানে মাহসা আমিনি (২২) নামে এক নাগরিকের গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মৃত্যু হয়। এরপর থেকে গত দুই মাসে গোটা ইরানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। হিজাব আন্দোলনের জেরে ইরানের জনগণ তাদের দেশের সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ এবং সরকারের সঙ্গে সম্পর্কিত সবকিছু বয়কট করছে। এইবারের কাতারে ফিফা বিশ্বকাপেও ইরান সমর্থকদের এই প্রতিবাদ দেখেছিলাম আমরা।
১৯৯৭-তে জন্ম হওয়া এই ইরানি দাবাড়ুর প্রকৃত নাম সারাসাদাত খাদেমালশারেইহ। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বে ব়্যাঙ্কিংয়ের নিরিখে সারার স্থান ৮০৪। চলতি সপ্তাহে কাজাখস্তানে Fide World Rapid and Blitz Chess Championships খেলতে নামেন তিনি। সেখানে ম্যাচের দ্বিতীয় দিনে হিজাব ছাড়াই চাল দিতে দেখা যায় সারাকে। উল্লেখ্য, গত তিন মাসের বেশি সময় ধরে চলা হিজাব আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ইরানের একাধিক খেলোয়াড়। গত নভেম্বরে কাতারে FIFA বিশ্বকাপের ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকার করেন ইরানি ফুটবলাররা। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় হিজাব খুলে প্রতিযোগিতায় অংশ নেন ইরানি পর্বতারোহী এলনাজ রেকাবি। এবার সেই তালিকায় যুক্ত হল দাবাড়ু সারা খাদেমের নামও।