
বিশ্বজিৎ সাহা,হরিশ্চন্দ্রপুর : আইএনটিটিউসির নবনিযুক্ত ব্লক কমিটি ও নয়টি অঞ্চলের সভাপতিদের সংবর্ধনা দেওয়া হল হরিশ্চন্দ্রপুরের মালিওরে। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলার শ্রমিক সংগঠন আইএনটিটিউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, তৃণমূল কংগ্রেসের ২ নং ব্লক সভাপতি তাবারক হোসেন, আইএনটিটিইউসির ২ নং ব্লক সভাপতি সেতাবুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের ব্লক ও অঞ্চল নেতৃত্বরা।
অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের ১ নং ব্লকের নবনিযুক্ত ব্লক কমিটি ও তিনটি অঞ্চল সভাপতি কেও হরিশ্চন্দ্রপুর কার্যালয়ে এদিন সম্বর্ধনা দেওয়া হয়। এই সম্বর্ধনা পর্বে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান,হরিশ্চন্দ্রপুর ১নং ব্লক সভাপতি মোশারফ হোসেন,আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাস ও অন্যান্য সদস্য ও কর্মীবৃন্দ। এছাড়াও এই আলোচনা সভায় সকল সদস্য ও কর্মীদের নিয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা করা হয়। মৎস্যজীবীদের একাংশের অভিযোগ, তাদের জন্য সরকার কিছু ভাবছে না । তাদের দাবি, মৎস্যজীবীদের দুঃখ দুর্দশা সরকার গুরত্ব দিয়ে দেখুক। তবে এ ব্যাপারে, মালদা জেলার আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ স্যান্নাল পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান আমরা এলাকার মৎস্যজীবীদের পাশে আছি , থাকবো এবং তাদের অভাব অভিযোগ শুনে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।