
৯৯ বাংলা নিউজ ডেস্ক : আজ ৮ জানুয়ারি। টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহানের জন্মদিন। ৩৩-এ পা দিলেন তিনি। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। জন্মদিনের রাত থেকেই শুরু হয়ে গিয়েছে ভক্তদের শুভেচ্ছা বার্তার ঢল। তবে সবথেকে নজরকাড়া শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নুসরতের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা যশ লেখেন, “আজকের দিনটা তোমার হাসির মতোই রৌদ্রময় হোক, তোমার চোখের মতোই উজ্জ্বল হোক, তোমার মতোই সুন্দর হোক… জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।” মুহূর্তেই পোস্টে লাইক, শেয়ার কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরতও। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন সাংসদ-অভিনেত্রী। তারপর একটি হাত এগিয়ে আসে তাঁর দিকে। যদিও হাত ঠিক নয় একটি কেক এগিয়ে আসে তাঁর দিকে। সঙ্গে সঙ্গে মোমবাতি নিভিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন নুসরত। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “My day…my way।”
মধ্যরাত থেকেই জন্মদিন উদ্যাপনে মাতলেন সাংসদ-তারকা। ‘ব্লাইন্ড ফোল্ড’-এ অভিনেত্রী। মুখে এক গাল হাসি। বোঝাই যাচ্ছিল জন্মদিনের চমক দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত। পরনে পুরোহাতা কমলা রঙের টপ। হাঁটু পর্যন্ত ছোট স্কার্ট। আর পায়ে গোলাপি জুতো। ঘুমন্ত নুসরতের জন্য নিয়ে এসেছিলেন চকোলেট কেক। তবে সেই কেক না কেটে শুধু মোমবাতি নিভিয়েই শুয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো আবার সকলের সঙ্গে ভাগ করে নেন নুসরত। লেখেন, “আমার দিন। আমার মতো।” তবে শুধু একটা কেক নয়, নুসরতের জন্য একাধিক কেকের ব্যবস্থা করেছিলেন যশ। হ্যারি পটারের অনুরাগী নুসরত। সে কথা মাথায় রেখেই বিশেষ কেকের ব্যবস্থা করেছিলেন যশ। সেই কেকের ছবি ভাগ করে নিয়ে যশের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছন, ‘‘এখনও পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় জন্মদিনের কেক। ধন্যবাদ প্রিয়।’’
এছাড়াও কাছের মানুষের জন্মদিন জমিয়ে উদ্যাপন করলেন যশ। এসছিলেন অতিথিরা।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে খুব বেশি চর্চায় নেই অভিনেত্রী, নুসরাত জাহান। অনেক দিন নতুন ছবির খবরও জানা যায়নি। তবে আবারও বড় পর্দায় নুসরতকে দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।