
কৌশিক বসু,দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেল সার্জিক্যালের টয়লেটে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গতকাল ১৬ ই মার্চ রাতে যখন রোগীদের উপস্থিতি খতিয়ে দেখছিলেন নার্স ও তাদের সহযোগীরা ,সে সময় ওয়ার্ডের ২৫ নম্বর বেডটিতে এক রোগীকে দেখতে পাওয়া যায় নি। ওই রোগীর নাম সীতারাম সাউ, বয়স ৫০ ,বাড়ী দুর্গাপুরের গোপালমাঠের সুভাষপল্লী তে।

গত ১৪ই মার্চ ফিসচুলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপরেই খোঁজ শুরু হয় ওই রোগীর। এমন সময় ওই হাসপাতালের কর্মী তিনময় ঘোষ হাসপাতালের বাথরুমে গলায় গামছা দেওয়া ঝুলন্ত অবস্থায় সীতারাম বাবুকে দেখতে পান। অন্য রোগীর আত্মিয়ের সহায়তায় তাকে নামিয়ে তড়িঘড়ি সিসিইউ তে নিয়ে যাওয়া হলে ডাক্তার রা তাকে মৃত বলে ঘোষনা করেন।

হাসপাতালের সুপার ডা: ধীমান মন্ডল বলেন যে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা , মৃতের বাড়ীর লোককে খবর দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান সুপার।