
আবাস যোজনার জট যেন কোন মতেই পিছু ছাড়ছেনা শাসকের। ক্রমশ বাড়ছে অস্বস্তি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিবাদে নেমেছে। দেখা গেছে বিভিন্ন পঞ্চায়েতে প্রকৃত প্রাপকদের বিক্ষোভ দেখাতে ঘর না পাওয়ায় । আবাস যোজনা নিয়ে আরামবাগ ব্লকের হরিনখোলা ১ নম্বর অঞ্চলে দেখা গেল অন্য এক ছবি। এক প্রতিবন্ধী ব্যক্তি আবাস যোজনার ঘর না পেয়ে দ্বারস্থ হলেন আরামবাগ বিডিও’র। নাম আব্দুল হান্নান সানা। তার বাড়ি হুগলির আরামবাগ ব্লকের হরিণখোলা ১ নং পঞ্চায়েতের ৫৬ নং সংসদে। গত বেশ কয়েক বছর ধরেই তিনি ভাঙা মাটির ঘরেই বসবাস করছেন বলে জানান তিনি। এমনকি আবাস যোজনায় নাম কেটে দেওয়ারো অভিযোগ তুলেছেন তিনি । যাহাতে আবাস যোজনার বাড়ি পায় সেজন্য আব্দুল হান্নান সানা বিডিও অফিসে আসেন। এমনকি পঞ্চায়েত প্রধান ও সদস্যর বিরুদ্ধে নাম কেটে দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি । টাকা নিয়ে ঘর অন্য জনকে দেওয়ার অভিযোগ তুলেছেন । আবদুল হান্নান সানা প্রতিবন্ধী হওয়ার কারণে সেভাবে সংসার পর্যন্ত চালাতে পারেনা। তিনি অনুরোধ করেছেন যাহাতে তার আবাস যোজনার এক ঘর দেওয়া হয়। পাঁচ পাঁচবার সার্ভে করেও মেলেনি ঘর। আব্দুল হান্নান সানা জানান, ৮ বছর ঘর পাইনি। প্রতিবছরই আমার ডকুমেন্টস জমা দিই পঞ্চায়েতে, তবুও পাইনি ঘর। সার্ভে করে গেছে পাঁচবার। তারপরেও আমি ঘর পাইনি। আমার মাটির বাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ভালোভাবে চলাফেরা করতে পারিনা। ওদিকে পঞ্চায়েত সমিতির বন বিভাগের কর্মাধ্যক্ষ সুনিল সামন্ত জানান, আমাদের কাছে খবর এসেছে উনি বিডিও অফিসে এসেছিলেন। আমি হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলব, উনি প্রতিবন্ধী মানুষ, বিশেষভাবে উদ্যোগ নিয়ে আমাদের ভিডিও অফিসে এখনও আবেদন করা হচ্ছে আবেদন পূরণ করে ওই প্রতিবন্ধী মানুষ যাতে আবাস যোজনায় অন্তর্ভুক্ত হয় তার আবেদন রাখছি বলেও জানান তিনি।