

৯৯ ডিজিটাল ডেস্ক : রানীগঞ্জ থানার রনাইয়ের ইসলামনগর এলাকার বাসিন্দা ইনামুল মিঁয়া পরিবার নিয়ে গিয়েছিলেন আজমের শরীফ। বাড়ী ছিল যথারীতি তালাবন্দ। বৃহষ্পতিবার বাড়ী ফিরে দেখেন বাড়ীর তালা ভাঙ্গা। গোটা বাড়ী লন্ডভন্ড , সমস্ত জিনিষপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুষ্কৃতীরা বাড়ীর মোটা দরজা ধারাল অস্ত্র দিয়ে কেটে দুটি ঘরেই আলমারী ভাঙ্গে। লক্ষাধিক টাকার সোনা-রূপার গহনা , নগদ টাকা , রঙ্গীন টেলিভিসন সহ বাড়ীর অন্যান্য মুল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। পেশায় ঠিকাদার ইনামুল মিঁয়া ওই দিন রাতেই রানীগঞ্জ থানায় অভিযোগ জানান। ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে চুরির তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আতংকে এলাকাবাসী।