
দিব্যেন্দু ঘোশ,৯৯ বাংলা নিউজ: এই বয়সেও বাবা! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে খুশির আলো। নতুন বছরে চমক প্রসেনজিৎ এর। তাদের বাড়িতে এলো নতুন খুদে সদস্য। যে যার মত করে স্বাগত জানিয়েছেন এই নতুন অতিথিকে। নতুন বছরকে স্মরনীয় করে রাখতে নিত্য নতুন ভাবনাও ভেবেছেন মানুষজন। তবে এবার অবাক করা ভাবনা টলিউড কিং এর।প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নতুন বছর শুরু করলেন দারুন একটা চমক দিয়ে। হয়েছে বেশ অন্য রকম ভাবে। নতুন সদস্যের আবির্ভাব হয়েছে মহানায়কের বাড়িতে। আর এরপরই শোরগোল পড়েছে গোটা টলিপাড়া থেকে বঙ্গ।
৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, এটা শুনেই চমকে উঠছেন অনেকেই। নতুন বছরেই এমন খুশির খবর মিলবে ভাবতে পারেনই অনেকেই। অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রসেনজিতের বাড়িতে। পরিবারে বিশেষ সদস্য এসেছে বলে কথা! সবাই ব্যস্ত তাকে নিয়েই। তার মধ্যেই প্রসেনজিৎ দায়িত্ব নিলেন অনুরাগীদের সকলের সঙ্গে এই নতুন সদস্যের পরিচয় করানোর। স্ত্রী, ছেলেকে নিয়ে সংসারের মধ্যে এই নতুন জন আবার কে? জানতে
মরিয়া নেটদুনিয়া? চলুন আপনাদের সাথেও পরিচয় করায় কে এই নতুন সদস্য।
প্রসেনজিৎ অর্পিতা ছোট্ট পরিবারে তাদের একমাত্র সন্তান তৃষানজিৎ। এবার এল একরত্তি এক খুদে। আসলে ইনি কোনো মানুষ নন, খুদে চারপেয়ে। একটি ছোট্ট সারমেয় ছানা বাড়িতে এনেছেন প্রসেনজিৎ স্বয়ং । ল্যাব্রাডর প্রজাতির পুঁচকে পোষ্যর সঙ্গেই সবার পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। আলাপ করিয়েছেন তাঁর পরিবারের আরেক পুরনো সদস্যের সঙ্গেও। তিনিও চারপেয়ে, তবে বয়সে এবং আকারে কিছুটা বড়।
কে এই সদস্য জানার জন্য শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।তবে সদস্যের আগমনের খবরে ইন্ডাস্ট্রির বাড়ির ছোট্টসব রহস্যের সমাধান করে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও মারফত নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রসেনজিৎ নিজেই।
উল্লেখ্য, গত বছর জানুয়ারি মাসে গোল্ডেন রিট্রিভার রকিকে এনেছিলেন প্রসেনজিৎ। তখন অবশ্য রকি এক্কেবারে ছোট্ট। খুদেকে কোলে নিয়ে আদর করার, ছেলে তৃষাণজিতের সঙ্গে খেলা করার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। নতুন খুদে বন্ধুর সঙ্গে আলাপ হয়ে খুশি রকিও। মিষ্টি সারমেয় ছানাকে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও।