৯৯ বাংলা নিউজ ডেস্ক: স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ করে গুলি চালাল একদল দুষ্কৃতী। অন্ধকারের সুযোগে পাথর ছুড়েও হামলা করা হয়। লুট করা হয়েছে সোনা, রূপার অলংকার। শীতের রাতে লোকজন কম সেই সুযোগকেই ব্যবহার করেছে দুষ্কৃতীরা।
মালদহের গাজোলে রেলসেতু এলাকার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর জখম হয়েছেন ব্যবসায়ী সমীরণ কর্মকার। জানা গিয়েছে তাঁর বাড়ি গাজোলের গোসানিবাদ এলাকায়। তাঁকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতে সোনার দোকান থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, ফেররা সময় তিনটি বাইকে দুষ্কৃতীরা তাঁর পিছু নেয়। গাজোল রেল সেতুর কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি মাথা ছুঁয়ে বেরিয়ে গেলে পাথর ছুঁড়ে হামলা করে দুষ্কৃতীরা।
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে প্রায় ২০ ভরি সোনার গয়না এবং প্রায় পাঁচ কেজি রূপার অলংকার নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়দের চেষ্টায় দুষ্কৃতীদের একজনকে আটক করা সম্ভব হয়েছে। গাজোল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের পদস্থ কর্তারা। আটক যুবক মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি।