
৯৯ বাংলা নিউজ ডেস্ক : সারা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে এস এস রাজামৌলির ছবি আরআরআর। রামচরণ ও জুনিয়রর এনটিআরের এই ছবি বক্স অফিসে যেমন ঝড় তুলেছে তেমনই পেয়েছে একাধিক পুরস্কার। তবে এবার ভারতের নাম উজ্জ্বল করেছে এই ছবি।২০২৩ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি, যা সত্যিই ভারতীয় সিনেমার কাছে গর্বের। বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছবি ও বেস্ট অরিজিনাল সঙ বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। ছবির নাটু গানটি পেয়েছে অরিজিলান গানের বিভাগে মনোনয়ন।
এই ছবির মিউজিক কম্পোজার , এমএম কিরাভনি এই পুরস্কার গ্রহণ করেন। নাটু নাটু গানের জন্য এই পুরস্কার পেল আরআরআর। বিদেশে ভারতীয় ছবির গানের জয়জয়কার হওয়ায় দেশে উৎসবের মেজাজ। ফিল্ম জগতের তারকারা সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সঙ্গীত পরিচালক এআর রহমান। তিনি লিখেছেন, “ভারতের আরও একটি আন্তর্জাতিক সেরার সম্মান এল।” এবার লস অ্যাঞ্জেলসে ব্রেভারি হিলসে চলছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। ১৯৪৪ সালে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠান শুরু হয়েছিল। ১৯৫৬ সালের পর থেকে টেলিভিশন জগতের সেরা অভিনেতা, অভিনেত্রী, সেরা সিরিজের পুরস্কার দেওয়া শুরু হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআরআর ছবির পরিচালক রাজামৌলি এবং অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণ তেজা। এর আগে স্লামডগ মিলিওনেয়ারেও অরিজিনাল মিউজিকেই অ্যাকাডেমি পুরস্কার এনেছিল ভারত। আরও একবার সাফল্য আসল আন্তর্জাতিক স্তরে।