
৯৯ বাংলা, নিউজ ডেস্ক: বিয়ের মরসুমের আগেই দামী হলো সোনা। নতুন বছরে প্রথম থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম।এই দামবৃদ্ধিতে কিছুটা চিন্তিত ক্রেতারা। এই দামবৃদ্ধি থেকে যেন ক্রেতাদের রেহাই নেই। শনিবার ফের একধাক্কায় দাম বাড়ল সোনার দাম। এ দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৪০ টাকা। সোনার পাশাপাশি শনিবার বাড়ল রুপোর দামও। চিন্তা বড়াচ্ছে ব্যবসায়ী থেকে ক্রেতাদের।
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৭৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৩৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৭৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৭,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৭৫০ টাকা।
বিয়ের মরশুমে এই ভাবে সোনার দাম বাড়ায় কিছুটা চিন্তিত ক্রেতারা। গত তিনদিনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭০০ টাকা। এ দিন সর্বকালীন রেকর্ড ভেঙেছে সোনার দাম।
বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। সেই কারণে দেশীয় বাজারেও চড়ছে সোনার দর। এ দিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৯২০.৪৪ মার্কিন ডলার। শনিবার বেড়েছে রুপোর দামও। তবে এক বছরে কমই রুপোর দর কমই রয়েছে।