
৯৯ ডিজিটাল ডেস্ক , আসানসোল : আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং সেই নির্বাচনে লড়াইয়ের কি মন্ত্র দেন জেলা সভাপতি ,তা জানতেই এদিন আসানসোল আদালতের বাইরে ভিড় জমিয়েছিলেন বীরভূম থেকে আগত তৃণমূলের বেশ কিছু নেতা কর্মী। উল্লেখ্য শুক্রবার বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। জেলা সভাপতির সাথে কথা বলার জন্য এজলাসেও বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন। সূত্রের খবর আদালতের ভেতরে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেন অনুব্রত মণ্ডল। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার সহ-সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী মলয় মুখার্জি। তিনি বলেন দলীয় সভাপতি নির্দেশ দিয়েছেন আসন্ন পঞ্চায়েতে সবাইকে একজোট হয়ে কাজ করার এবং সবকটি পঞ্চায়েত জয় করতে হবে। মাঝেমধ্যেই বীরভূমে তৃণমূলের দলীয় কোন্দল মাথাছাড়া দিচ্ছে। সে প্রসঙ্গে সবাইকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি এবং যারা দলের বিরুদ্ধাচারণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন আদালতের বাইরে প্রচুর তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় থাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাটো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে এদিন আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যদিও দিনের শেষে অনুব্রত মণ্ডলের জামিন খারিজ হয়ে যাওয়ায় হতাশ হন বীরভূমের কর্মী সমর্থকেরা।