
কৌশিক বসু,দুর্গাপুর : গ্রাম বাংলার প্রাচীন কুসংষ্কার , অনাবৃষ্টিতে বরুনদেবকে তুষ্ট করতে ব্যাঙের বিয়ে দেওয়া। যদিও বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই এই তথ্যে। তবুও মানসিক শান্তি পেতে এবার এমনই আয়োজন করল শিল্পশহরের ৯ নং ওয়ার্ডের নাগরিক সমাজ। ধুমধাম করে বিয়ে দিল ব্যাঙের। বিয়ের শেষে পেটপুরে খাওয়াদাওয়াও করল এলাকার মানুষ।
আয়োজনে কমতি ছিল না। পাত্র-পাত্রী রেডি , গায়ে হলুদ,বর বরন , সিঁদুর দান , সম্প্রদান , উলু-ধ্বনি শঙ্খ-ধ্বনি কিছুই বাদ ছিল না এই অভিনব বিয়েতে।বিয়ের পরে ভাত ,তরকারী , মাংস,চাটনি , মিষ্টি সহযোগে খাওয়া দাওয়াও করল এলাকার মানুষ। প্রায় ২০০ লোকের পাত পড়েছিল এদিন , জানালেন এই বিয়ের উদ্যোক্তা পল্লব নাগ। প্রবল গরমে পশুপাখী , রাস্তার সারমেয় মারা যাচ্ছে, বৃদ্ধ-বৃদ্ধারা কষ্ট পাচ্ছে , তাই যদি ব্যাঙের বিয়ে দিয়ে শহরে বৃষ্টি আনা যায় , তাই এই ব্যবস্থা করেছে ৯ নং ওয়ার্ড নাগরিক সমাজ।

বৃহষ্পতিবার দুর্গাপুরের ৯ নং ওয়ার্ডের শিব মন্দির আনন্দ আশ্রমে বিয়ের আসর বসেছিল। এই বিয়েতে বরযাত্রী , কন্যা যাত্রী সবই নিয়ম মাফিক ছিল। কন্যাপক্ষের মলি সাহা জানান যে এই বিয়ে উপলক্ষে সকাল থেকেই তোড়জোড় হয়েছে। বরপক্ষ , কনে পক্ষ সবাই মিলে ধুমধাম করেই ব্যাঙের বিয়ে দিয়েছে বলে জানান তিনি। বিয়ের পর স্থানীয় জলাশয়ে ব্যাঙ দুটিকে ছেড়ে দেওয়া হয়।