৯৯ বাংলা নিউজ ডেস্ক: বাগুইআটিকে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন। বুধবার সকাল ৯ টা ১৫মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা ব্যাংকের জানালা থেকে ধোঁয়া দেখতে পায়। তারপরেই, দমকলকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।
প্রাথমিকভাবে জানা গিয়েছে , ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। সতর্কতা হিসাবে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বিল্ডিংয়ের অন্যান্য ঘর থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলা হয়েছে। আশেপাশে বাড়ির লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। দমকল অধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। ব্যাংকে থাকা প্রচুর নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবশেষে জানা গিয়েছে ,আগুন নেভানোর কাজ এখনও চলছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বাগুইহাটি থানার পুলিশ ৷