
৯৯বাংলা নিউজ ডেস্ক: কাকভোরে সল্টলেকের এফ ডি ব্লকে ভয়াবহ আগুন। এফ ডি ব্লকের ঝুপড়ি মার্কেটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু।
আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। আগুন লাগার সঠিক কারণ জানা যাইনি। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দোকানদার আহত হয়েছেন। তাঁকে ভোলা নাথ পাইক নামে চিহ্নিত করা হয়েছে। সিলিন্ডার বাস্ট করে তিনি আহত হন বলেই জানা গিয়েছে। তাকে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় একজন জানিয়েছেন তিনি খবর পেয়েই দমকলে ফোন করেন কিন্তু ফোন মেলেনি। তারপরেই তিনি খবর দেন থানায়। কম করে ২০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে মনে করছেন এলাকার মানুষ। থানা থেকেই দমকলকে খবর দেওয়া হয় বলে জানান তিনি। সকাল ৬টার আগে আগুন লাগে বলেই জানানো হয়েছে। দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। সাত সকালে অগ্নিকান্ডে আতঙ্কিত সল্টলেকের এফডি ব্লকের বাসিন্দারা।তবে আগুন কি থেকে লাগলো সেই বিষয়ে জানা যায়নি।
ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।তবে স্থানীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু তীব্রতা এতটাই ছিল যে তাঁরা আগুন নেভাতে পারেননি। অনুমান করা হয়েছে যে এই সমস্ত এলাকায় যে সব দোকান রয়েছে, তাতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত থাকে। তারমধ্যে কোনওটার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।