
৯৯ডিজিটাল ডেস্ক, পূর্ব বর্ধমানঃ ফিটাল মেডিসিন পরিষেবা, বর্তমান চিকিৎসা ব্যবস্থায়, যা খুবই গুরুত্বপূর্ণ। কম ও বেশি এই দুই বয়েসের মহিলাদের ক্ষেত্রে প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর তাই অনেক সময় ফিটাল মেডিসিনের তত্বাবধানে রাখা হয় প্রসূতিকে। এর ফলে ১৮-২০ সপ্তাহ বয়সে ফিটাল আল্ট্রাসাউনন্ডের সাহায্যে ভ্রূণের পরিস্কার ছবি পাওয়া বলে সম্ভব হচ্ছে বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।
এতদিন বর্ধমান মেডিকেলে এই সুবিধে না থাকায় টাকা ব্যায় করে মানুষকে যেতে হত কলকতার সরকারী হাসপাতালে অথবা বেসরকারী হাসপাতালে, যার ফলে সমস্যাতেও পড়তে হচ্ছিলো সাধারণ মানুষকে। এবার এই সুবিধে পাওয়া যাবে বর্ধমান মেডিকেল কলেজেই।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানাচ্ছেন, বেশি বা কম বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে অনেক সময়ে ভ্রূণ ঠিকমতো পুষ্ট হয় না। নানা জটিলতা দেখা দেয়। তা কাটাতে বর্ধমান মেডিকেলে একই ছাতার তলায় ‘ঝুঁকিপূর্ণ প্রসূতিদের চারটি পরীক্ষা করানোর সুযোগ মিলবে।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘কলকাতার এসএসকেএম র হাসপাতালের উপর থেকে ভীড় কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধমানেও আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠছে। ভবিষ্যতে বর্ধমান মেডিকল কলেজে ফিটাল মেডিসিন পড়ানোর প্রস্তাব রাখা হয়েছে’।
জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা জানান, ‘বর্ধমান মেডিকেল কলেজের পাশাপাশি কাটোয়া ও কালনা মহকুমাতেও এই বিভাগ খোলা হলে প্রসূতিদের সুবিধে হবে’।