
জাহিদ আনোয়ার ,রানিগঞ্জ : আজ রানিগঞ্জের সীতারামজি ভবনে যুব উদ্যান নামে একটি সংগঠনের পক্ষ থেকে তৃতীয় বর্ষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সীমা দত্ত চ্যাটার্জি এবং উরভাশ জয়সওয়ালকে সম্মানিত করা হয়। এই উপলক্ষ্যে যুব উদ্যানের আহ্বায়ক দীনেশ সোনি জানান যে তাঁর সংস্থাটি মাত্র তিন বছর ধরে চলছে। এ বছর এটি তাদের আয়োজিত তৃতীয় সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সীমা দত্ত চ্যাটার্জি এবং উরভাশ জয়সওয়ালকে সম্মানিত করা হয়। সীমা দত্ত চ্যাটার্জি কমনওয়েলথ পাওয়ারলিফটিং এ স্বর্ণপদক জিতেছেন এবং উরভাশ জয়সওয়াল এশিয়া মিসেস ইউনিভার্স খেতাব জিতেছেন। ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন মন্ত্রী লেইস মারান্ডি দে ,কৌশিক সুর সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজ শিল্পাঞ্চলের ১০ জন যুবককে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মানিত করা হয়েছে। ৩০০ শিশুকে পড়াশোনার নানান সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি জানান, ৬ বছর আগে পুরনো কাপড় বিতরণের কাজ শুরু করা থেকে তিনজন মিলে একটি সংগঠনের ভাবনাচিন্তা করেন ও তা শুরু করেন। যাদের কাছে পুরনো কাপড় আছে তাদের অভাবীদের মধ্যে বিতরণের জন্য অনুরোধ করবেন বলে জানান তিনি। এই স্বেচ্ছাসেবী সংস্থার কাজ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। তার প্রতিষ্ঠানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।তিনি বলেন, অনেকেই কম্পিউটারের আশ্বাস দিয়েছেন যা দরিদ্র শিশুদের পড়ালেখায় সহায়ক হবে। তিনি বলেন, নম্বর বস্তিতে যুব উদ্যান কেন্দ্রের পক্ষ থেকে দরিদ্র শিশুদের জন্য টিউশন ক্লাস দেওয়া হয়, এই ক্লাসগুলি সোম থেকে শুক্রবার পর্যন্ত ২ ঘন্টা চালানো হয় এবং কম্পিউটার দেওয়ার কথা বলা হয়েছে, তিনি আশা করেন শিক্ষার্থীরা এখানে শিক্ষা পাবে।