

৯৯ ডিজিটাল ডেস্ক : গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল কে ৩৭ দিন পর পুনরায় আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল। শুক্রবার সকালে অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়। সংশোধনাগার থেকে এদিন অন্যান্য দিনের মতোই কড়া নিরাপত্তার মাধ্যমে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে নিয়ে আসা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলকে শেষবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে শারদীয়া এবং দীপাবলীর ছুটির কারণে সিবিআই কোর্ট বন্ধ থাকায় তাকে পুনরায় পেশ করা যায়নি। যদিও এর মাঝে সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এদিন কয়েক দফার জবাবের পর ফের অনুব্রত মণ্ডল কে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ১১ ই নভেম্বর ফের শুনানি দিন ধার্য করা হয়েছে।

কিন্তু তদন্ত আর কতদিন ধরে? এমন প্রশ্ন উঠল অনুব্রত মণ্ডলের শুনানিতে। এদিন অনুব্রত মন্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, যেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশীট জমা পড়েছে, ইতিমধ্যেই ৫ টি চার্জশীট জমা করেছে সিবিআই, সেখানে এখনও কেন তদন্তের নামে অনুব্রত মণ্ডলকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হচ্ছে। প্রায় ৭৯ দিন ধরে একজন অসুস্থ মানুষকে আটকে রাখা হয়েছে। অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যে চার্জশীট জমা হয়েছে তাতে এমন কিছু দাবি করা হয়নি যেখান থেকে প্রমাণ হয় যে অনুব্রত মণ্ডলের যোগসাজশ রয়েছে গরু পাচারে।
অনুব্রত মন্ডলের আইনজীবীদের কাছে প্রশ্ন শুনে বিচারকও সিবিআই আইনজীবীর কাছে জানতে চান তদন্ত কতদিন ধরে চলবে? সিবিআই আইনজীবী বলেন খুব দ্রুত শেষ হবে এই তদন্ত।
এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা পুনরায় তার জামিনের জন্য আবেদন করেন। পাশাপাশি তারা বলেন যে চার্জশিটে অনুব্রত মণ্ডলকে একটি বিশেষ রাজনৈতিক দলের পরিচয় দিয়ে অলংকৃত করা হয়েছে। কোনও চার্জশিটে কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেওয়া হয় না। সেখানে সে অভিযুক্ত, এটাই লেখা থাকে। তবে কি রাজনৈতিক শিবির বদল করলে অনুব্রত মণ্ডল জামিন পেতে পারেন , প্রশ্ন আইনজীবিদের । পুনরায় এদিন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলেই অনুব্রত মণ্ডলকে প্রতিপন্ন করেন তার আইনজীবীরা। অন্যদিকে সিবিআই আইনজীবী এদিনও বলেন যে তিনি প্রভাবশালী এবং তিনি এই মুহূর্তে বাইরে বেরোলে তদন্তের গতিপ্রকৃতি পালটে দিতে পারেন। পাশাপাশি নতুন নতুন নাম ও তথ্য উঠে আসছে এই মামলায়, তাই অনুব্রত মন্ডলকে এই মুহুর্তে বিচারবিভাগীয় হেফাজতে রেখে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
বিচারক দুপক্ষের সওয়াল জবাবের শেষে অনুব্রত মন্ডলকে পুনরায় ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। আগামী ১১ নভেম্বর ফের শুনানী হবে অনুব্রত মন্ডলের।