
৯৯ বাংলা নিউজ ডেস্ক : নদীয়ার রানাঘাটে আয়কর দফতরের কর্মী বলে পরিচয় দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত ভাংড়াপাড়া পাইকারি বাজারে।ওই ব্যক্তি পাইকারি ব্যবসাদার শঙ্কর সরকারের দোকানে গিয়ে পরিচয় দেয় আয়কর দফতরের কর্মী বলে।সেই সময় দোকানে উপস্থিত ছিলেন না দোকানের মালিক। নাম শংকর সরকার। বিশেষ কাজে তিনি ব্যাঙ্কে গিয়েছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। দোকানের কর্মচারীর কাছ থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারেন শঙ্কর বাবু। দোকানের কর্মচারীর কাছে দ্রুত হাজার টাকা দাবি করেন ওই ব্যক্তি। টাকা না দিলে ঊর্ধ্বতন আধিকারিকরা আসবেন বলেও হুঁশিয়ারি দেন। খবর পেয়ে দোকানে ছুটে আসেন দোকানের মালিক শঙ্কর সরকার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
অতঃপর , বিষয়টি সন্দেহজনক হলে বাজার কমিটিকে জানান তিনি। বাজার কমিটির তরফ থেকে একাধিক ব্যবসায়ী সহ বাজারের সেক্রেটারি ঘটনাস্থলে আসেন। সন্দেহ হওয়ায় বিষয়টি রানাঘাট থানায় জানানো হয় রানাঘাট বাজার কমিটির তরফ থেকে। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনাস্থলেই পুলিশের জেরার মুখে আসল সত্যি কথা বলে ওই ব্যক্তি। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় রানাঘাট বাজার চত্বরে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। পুলিশ এই ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি না হলেও তাঁদের তরফে জানানো হয়, আসল সত্য উদ্ঘাটিত হলেই পুলিশের তরফ থেকে সব জানানো হবে।
উল্লেখ্য, আয়কর দফতরের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে নিয়মের বাইরে গিয়ে কাজ করা হয়না। যদি কারোর বার্ষিক আয়কর দেওয়া বাকি থাকে, তাহলে সেই ব্যক্তির কাছে লিখিত ভাবে বা ইমেল মারফত নোটিশ পাঠানো হয়, যাতে ওই ব্যক্তি বাকি থাকা আয়কর জমা দেওয়ার ন্যুনতম সময় পান।