
সারা রাজ্য জুড়ে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। সারা রাজ্য জুড়ে দুর্ঘটনা রুখতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ এবং রাজ্য ট্রাফিক দফতর। পরিসংখ্যান অনুযায়ী, যে সমস্ত দুর্ঘটনার খবর আসছে সেই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটছে রাতের অন্ধকারে এবং যাদের মধ্যে সিংহভাগ রয়েছে যুবক কিংবা পড়ুয়া। মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যুবক ও পড়ুয়াদের। পশ্চিম বর্ধমানের আসানসোলের পথ দুর্ঘটনার সংখ্যা নেহাতই কম নয়। তাই এই দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান জারি করল আসানসোল দক্ষিণ আবগারি দফতর এবং পুলিশ প্রশাসন।
আসানসোল শহরের বেশ কয়েকটি দুর্ঘটনা যা ইতিমধ্যেই নজরে এসেছে প্রশাসনের। এবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং আবগারি দফতরের যৌথ উদ্যোগে শুরু হল নজরদারি অভিযান। শহরের বিভিন্ন পানশালা ও রাস্তায় নজরদারি চালানো হচ্ছে পুলিশ এবং আবগারি দফতরের যৌথ উদ্যোগে। ঘটনা প্রসঙ্গে আসানসোল দক্ষিণের আবগারি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক আবু তাহের শেখ জানান, ” আসানসোল জুড়ে যেভাবে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তা মাথায় রেখে সমস্ত পানশালা গুলির জন্য আবগারি দপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে সমস্ত পানশালা বন্ধ হচ্ছে কিনা তা খতিয়ে দেখার বিশেষ অভিযান শুরু করা হয়েছে আবগারি দপ্তরের পক্ষ থেকে। এমনটাও জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা না পড়লেও পুলিশ প্রশাসনকে নিয়ে তাদের যৌথ অভিযান লাগাতার চলবে।