
৯৯বাংলা ডেস্ক , সল্টলেক : প্রলোভনের ফাঁদে প্রাক্তন পুলিশকর্মী (police)। খোয়ালেন কোটি টাকা। এই ঘটনায় ভিন রাজ্যে হানা দিয়ে এক মহিলাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (bidhannagar cyber crime police station)। আজ, রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়।
সল্টলেক এই(AE)ব্লকের বাসিন্দা প্রাক্তন পুলিশ কর্মী সোমনাথ বসাক। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ার (social media) মাধ্যমে ট্রেডিং করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় https://lexatrade.com নামের একটি ওয়েবসাইটের খোঁজ পান। সেখানে যোগাযোগ করলে তাঁকে বলা হয় ২কোটি ৩৫ লক্ষ টাকা জমা করলে তিনি ২৫ কোটি টাকা রিটার্ন পাবেন। সেই প্রতিশ্রুতি পেয়ে তিনি একটি অ্যাকাউন্টে ২কোটি ৩৫ লক্ষ টাকা জমা করেন। অভিযোগ এরপরই প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।