
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির ।
মৃত ব্যক্তির বাড়ি বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বীটের সাগরাকাটা গ্রামে । তার নাম কালিপদ বাউরী, বয়স ৪৫ বছর ।
স্থানীয় সূত্রে জানা যায় , আজ ভোরবেলায় উঠে বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী জঙ্গলে প্রাতকৃত সারতে যান তিনি। সেখানেই হাতির হানায় গুরুতর আহত অবস্থায় তিনি পড়ে থাকেন। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।পরে হাসপাতালে তার মৃত্যু হয়। দ্রুত এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামের মধ্যে আতঙ্ক এর সৃষ্টি হয়।
বিগত কয়েকদিন ধরেই হাতির অত্যাচারে অতিষ্ঠ বন সংলগ্ন এলাকার মানুষ।গ্রামবাসীদের অভিযোগ বনদপ্তর এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।বনদপ্তরের কাছে আহত ব্যক্তির চিকিৎসা সহ যাবতীয় ক্ষতিপূরণের দাবি তুলেছেন গ্রামবাসীরা।