
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি “দিদির সুরক্ষা কবচ”। এই কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ইতিমধ্যেই প্রত্যেকটা ব্লকেই সেরে ফেলেছেন সাংবাদিক সম্মেলন। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূতেরা গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন। দুয়ারের সরকার প্রকল্পে যারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির অংশীদার হতে পারেন নি এবার তাদের কাছেও পৌঁছে যাবে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি।
বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা এরকম প্রায় ১৫ টি সরকারের উন্নয়নমূলক যোজনা একেবারে রাজ্যের প্রায় প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই দিদির দূতেদের লক্ষ্য বলে স্থানীয় তৃণমূলের তরফে জানানো হয়েছে । তৃণমূল সূত্রের খবর ৬০ দিন ধরে চলবে দিদির সুরক্ষা কবচের এই কর্মসূচি। যার মধ্যে প্রত্যেকদিন রাজ্যের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে, দিদির দূতেরা।
শুক্রবার অন্ডাল গ্রামে একটা সভা করে শুরু হল দিদির দূতেদের এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে দিদির দূতেদের সাথে ছিলেন বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাধিপতি সুভদ্রা বাউরী, ছিলেন অন্ডাল ব্লক সভাপতি কালবরণ মন্ডল, সুধীন পান্ডে ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। দিদির দূতেদের সাথে অন্ডাল গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন জেলা সভাধিপতি ও তৃণমূল নেতৃত্ব। মানুষের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি ।