
কৌশিক বসু,দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে সামিল হল ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন।এদিন হাসপাতালের সামনে সংগঠনের পক্ষ থেকে শ্লোগান দেন কর্মীরা। বাম সংগঠনের পক্ষে লোকাল কমিটির সভাপতি সুশান্ত কুন্ডু জানান যে হাসপাতালের নিরাপত্তার গাফিলতি নিয়ে তারা একটি স্মারকলিপি জমা দিচ্ছেন হাসপাতালের সুপারকে। হাসপাতালে বেশীরভাগ জায়গায় সিসিটিভি নেই বা থাকলেও তা চলেনা , এর আগেও এই হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনা ঘটেছে,অভিযোগ বাম নেতার। বাম সংগঠনের বিক্ষোভ ঘিরে হাসপাতাল চত্বরে ছিল কড়া নিরাপত্তা। তবে এদিন সকাল থেকে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
তবে নিরাপত্তার গাফিলতির তত্ব অস্বীকার করেছেন হাসপাতালের সুপার ডা: ধীমান মন্ডল। তিনি বলেন যে ওয়ার্ডে সিসিটিভি নেই , তবে কোন রোগী কখন টয়লেটে যাবে , সেটা সব সময় দেখা সম্ভব হয় না। তবে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।