
৯৯ বাংলা নিউজ ডেস্ক : দুর্গাপুরের রুক্ষ্ম মাটিতে যেন আর এক রুখু রাজ্যের এক টুকরো ছবি। ঘোড়া, উট, জল মহল থেকে শুরু করে প্রাদেশিক উৎসবের নাচ গান। সবই রয়েছে একটি ময়দানে। রাজস্থানের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে বৃহস্পতিবার দুর্গাপুর সিটিসেন্টারের এক প্রাঙ্গণে শুরু হল রাজস্থানী মেলা। এই মেলা প্রায় রাজস্থানের জনপ্রিয় জয়পুর শহরকে তুলে ধরা হয়েছে। রাজস্থান থেকে আনা হয়েছে উট। মেলা প্রাঙ্গনে রাজস্থানের বিশেষ কলবেলিয়া নৃত্য প্রদর্শন করা হয়।
এই রাজস্থানী মেলায় ঘুরতে আসা দর্শকদের মনোরঞ্জনের জন্য রাজস্থানের ঘোড়া নাচ দেখানো হয়। এছাড়াও রয়েছে রাজস্থানী লোকগীত, নৃত্য, পুতুল নাচের সঙ্গে ঘোড়া ও উটের নানা কৌশল দেখা যাবে এই উৎসবে। তবে শুধুই কি দেখা? রাজস্থানের এই মেলায় এলে বিভিন্ন খাবার পাওয়া যাবে বলে উদ্যোক্তাদের দাবি। এই মেলায় এলে রাজস্থানের ভরপুর মজা পাওয়া যাবে বলে দাবি করছেন সংগঠনের সদস্যরা।
তারপর , এই উৎসবের অন্যতম আকর্ষন চৌকিদানি। রাজকীয় চৌকির ওপর বসে রাজস্থানি থালির স্বাদ নিতে পারবেন শিল্পনগরীর বাসিন্দারা। আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব।রাজস্থান ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানকার শিল্প সংস্কৃতি, খাদ্যভ্যাস সবই একটু অন্য রকম।
উদ্যোক্তাদের তরফে শ্যাম আগরওয়াল দাবি করেন , এই প্রথম দুর্গাপুরে রাজস্থানী উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব মঞ্চে একাধিক আন্তর্জাতিক শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন।কিন্তু সে সবের বাইরে এ বারের এই রাজস্থানে মেলা নিয়ে মানুষের মধ্যে অন্য রকমের উৎসাহ দেখা যাচ্ছে। মেলা মানে খাওয়া দাওয়া, আর কেনাকাটা। সে ক্ষেত্রে ঘরের কাছে মেলার মাঠে ভিন্ প্রদেশের সংস্কৃতি চাক্ষুষ করতে পেরে আনন্দিত এলাকার বাসিন্দারা। বিশেষত যুব সম্প্রদায়ের ভিড় নিয়ে আশাবাদী মেলা উদ্যোক্তারা।