
সৈয়দ মফিজুল হোদা, ৯৯ বাংলা নিউজ, বাঁকুড়া: স্কুলে প্রজাতন্ত্র দিবস পালিত হলেও সরস্বতী পুজোর আয়োজন করেননি শিক্ষকরা।প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা।পাশাপাশি শিক্ষকরা স্কুলে আসতেই তাঁদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ প্রাথমিক স্কুলে চাঞ্চল্য ছড়ায়।
জাগলদ্বীপ প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরই সরস্বতী পুজোর আয়োজন করেন শিক্ষকরা। পড়ুয়াদের পাশাপাশি স্কুলের বাগদেবীর পুজোয় মেতে ওঠেন পড়ুয়া ও স্থানীয় অভিভাবকরাও। এবছর একই দিনে ছিল প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো। অভিযোগ স্কুলের শিক্ষকরা নির্দিষ্ট দিনে স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন করলেও সরস্বতী পুজোর আয়োজন করেননি। আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শুক্রবার স্কুলের ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। শুক্রবার স্কুল ছুটি থাকায় শিক্ষকরা স্কুলে আসেন নি।শনিবার শিক্ষকরা স্কুলে আসতেই অভিভাবকদের ক্ষোভ আছড়ে পড়ে তাঁদের ঘিরে। দীর্ঘক্ষণ ধরে স্কুলের দুজন শিক্ষকদের ঘেরাও করে চলে বিক্ষোভ। পরে শিক্ষকরা ভুল স্বীকার করে পরের বছর থেকে রীতি মেনে সরস্বতী পুজোর আস্বাস দিলে অভিভাবকদের বিক্ষোভ থামে।
স্থানীয় অভিভাবকদের দাবি ওই স্কুলের শিক্ষকরা শুধুমাত্র সরস্বতী পুজো করেননি তাই নয় লেখাপড়া থেকে মিড ডে মিল পরিচালনা সব ক্ষেত্রেই শিক্ষকদের অবহেলার শিকার হতে হয় পড়ুয়াদের। শিক্ষকরা পঠন পাঠন ও মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ মানতে না চাইলেও তাঁদের দাবি অতীতে স্কুলের সরস্বতী পুজোয় পড়ুয়ারা সেভাবে অংশগ্রহণ করেনি। সেকারণেই এবছর স্কুলে পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামীদিনে এই ভুল আর না করার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষকরা।