
কৌশিক বসু,দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের কঠিন বর্জ্য প্রক্রিয়া করনের ব্যবহৃত গাড়ী চলছে বিনা রেজিস্ট্রেশনেই! এই বিষ্ফোরক অভিযোগ এনে মহকুমা শাসক , নগরনিগমের কমিশনার ও আঞ্চলিক পরিবহন দপ্তরের দ্বারস্থ হলেন কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। দেবেশ বাবুর অভিযোগ,দীর্ঘদিন ধরে দুর্গাপুর নগর নিগমের প্রায় ১৬৮ থেকে ১৭০টি গাড়ী চলছে রেজিস্ট্রেশন,পলিউশন সার্টিফিকেট ছাড়াই। যদি কোন দুর্ঘটনা ঘটে , তাহলে তার দায় কে নেবে ?প্রশ্ন কংগ্রেস নেতার। তাঁর অভিযোগ, নগরনিগমের যারা উঁচু মহলে রয়েছেন,তাঁরা এ বিষয়ে কিছু জানেন না,পুরোটাই একটা ধোঁয়াশা আর “লুটে পুটে খাই” চলছে। অবিলম্বে যদি ব্যবস্থা গ্রহন না করা হয়,তাহলে আগামী দিনে বড় আন্দোলনের হুমকি কংগ্রেস জেলা সভাপতির।

এ প্রসঙ্গে নগর নিগমের প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখার্জী জানান যে ২৮টি গাড়ীর রেজিস্ট্রেশন এখনও বাকি আছে , তবে যে কোম্পানীর কাছে গাড়ী নেওয়া হয়েছে তারা অবিলম্বে রেজিস্ট্রেশন করিয়ে দেবেন । তিনি আরও বলেন যে ধাপে ধাপে মোট ১০৫টি এই গাড়ী নেওয়া হয়েছে যার মধ্যে কয়েকটি গাড়ীর নম্বর বাকি আছে। তবে মানুষের প্রয়োজনে গাড়ী গুলি ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী বলেন যে নগরনিগম , মোটর ভেহিকেলস এর সাথে কথা বলে অবিলম্বে ব্যবস্থা গ্রহন করা হবে।