
রাহুল তিওয়ারি,বারাবনি : চলতি বছরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে।এই অবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন কর্মসূচি।তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীসভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেন।যার নাম দেওয়া হয় দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত।
আর সেই কর্মসূচিকে সামনে রেখেই রাজ্যের পাশাপাশি বারাবনি বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কর্মসূচি করছেন এলাকার বিধায়ক থেকে জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার সালানপুর ব্লকের সালানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে এই কর্মসূচি করতে দেখা যায় বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে।এদিন কর্মসূচিতে বেরিয়ে প্রথমে সালানপুর কালি মন্দিরে সকলের মঙ্গল কামনা করে পূজো দেন তিনি।তারপর তিনি মেলেকলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।সেখান বিধায়ককে সামনে পেয়ে বিদ্যালয়ের সমস্যার কথা গুলি তুলে ধরেন শিক্ষকরা।তারা জানান বিদ্যালয় প্রাঙ্গনে মূল সমস্যা পানীয় জলের ও রান্না ঘরের। বিধায়ক দ্রুত এই সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন।তারপর তিনি মেলেকলা গ্রামে পায়ে হেঁটে ঘুরে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ও সমস্যার কথা শুনেন।সেখান থেকে তিনি চলে আসেন শিবদাসপুর গ্রামে সেখানে গ্রামের সমস্যা নিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল কর্মী সঞ্জয় মারান্ডির বাড়িতে দুপুরের খাওয়া সারেন।তারপর সেখান থেকে পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করেন। তাছাড়া ক্ষুদিকা স্টেশন মোড়ে পথ সভা করেন এবং ক্ষুদিকা গ্রামে কর্মীদের নিয়ে একটা বৈঠক করেন।তারপর তৃণমূল কর্মী বলরাম পালের বাড়িতে রাতের খাওয়া সারেন।