
দেনায় জর্জরিত গোটা রাজ্য, গোটা বাংলা আইসিইউ তে চলে গেছে, দুর্গাপুরে এসে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। আজ দুর্গাপুরের সিটি সেন্টারের পলাশডিহাতে রঘুনাথ মুর্মু ময়দানে আয়োজিত বিধায়ক কাপের চূড়ান্ত পর্বের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন এরপর সরকারি কর্মীদের মাইনে দিতে পারবে না রাজ্য সরকার, এক কঠিন অবস্থা তৈরী হতে চলেছে রাজ্যে । একই সাথে রাজ্য বিজেপি সভাপতি বলেন, মানিক কথা বলতে শুরু করেছে, অনেক রাঘব বোয়ালের নাম বলেছে মানিক। অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি অনেক রহস্য উন্মোচন হবে । সুকান্ত মজুমদারের কটাক্ষ, “সামনের ডিসেম্বরে শীত বাড়বে আর তাতে পাল্লা দিয়ে কাঁপবে বাংলার তৃণমূল সরকার”। অনুব্রত মন্ডল প্রসঙ্গেও সুর চড়ান রাজ্য বিজেপির সভাপতি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের উদ্যোগে বিধায়ক কাপের ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে দুর্গাপুর এসেছিলেন সুকান্ত বাবু, আর সেখানেই নানান ইস্যুতে তৃণমূল সরকারকে তুলোধোনা করেন তিনি।
