৯৯ নিউজ বাংলা ডেস্ক : কর্মীদের বেঁধে পানাগড়ের বিএসএনএল অফিসে দুঃসাহসিক ডাকাতি।সোমবার গভীর রাতে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন অফিসে ঢুকে দুই বিএসএনএল কর্মীকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর অফিসের তালা ভেঙে লুটপাট চালায় ডাকাত দল।ডাকাত দল চম্পট দিতেই কোনো রকমে হাতের বাঁধন খুলে পুলিশকে খবর দেয় দুই কর্মী।ভোর রাতে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীদের কাছে সব শুনে কাঁকসার বিভিন্ন এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের খবর দেওয়া হয়।পুলিশ ডাকাতের দল যে গাড়ি নিয়ে চম্পট দেয় সেই গাড়ির পিছনে ধাওয়া করে ইলামবাজার যাওয়ার আগেই গাড়িটিকে ও ডাকাতি করা সামগ্রী উদ্ধার করলেও ডাকাত দলের কাউকে ধরতে পারে নি পুলিশ। পুলিশ ধাওয়া করছে দেখেই মাঝ রাস্তায় গাড়ি ছেড়ে পালায় ডাকাতের দল।
মঙ্গলবার সকালে অফিস খোলার পর ডাকাতির ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ।বেলা বাড়তেই ঘটনাস্থল পরিদর্শন করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।তিনি জানিয়েছেন কাউকে ধরতে পারা যায় নি।তবে গাড়ি সহ সমস্ত কিছু উদ্ধার হয়েছে।দুষ্কৃতীদের খোঁজ চলছে। তবে ডাকাতি হওয়া সমস্ত জিনিসই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।
Related Stories
29 January, 2023
29 January, 2023