
৯৯ বাংলা নিউজ ডেস্ক :এবার ভর্তিতেও বেনিয়ম। ডিএল এড প্রশিক্ষণদের ভর্তিতেও ঘুঘুর বাসা। ভর্তি হলে ফি দিতে হবে ৩০০ টাকা। কিন্তু অসময়ে হলেই চাপবে অতিরিক্ত টাকা। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার মতোই বিষয়। শিক্ষাবর্ষের মাঝখানেও চাইলে ভর্তি হওয়া যাবে প্রাথমিক শিক্ষক হওয়ার প্রশিক্ষণ দেওয়ার কলেজে। তবে তার জন্য গুনতে হবে করকরে ৩০০০ টাকা। খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদই বিজ্ঞপ্তি জারি করেছে আর যা দেখেই চক্ষু চড়কগাছ অনেকের। যার বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হয় কলকাতা হাই কোর্টে। তা শুনে হাই কোর্টও হতবাক, তা শুনে বিচারপতি দাবি, আপাতত বন্ধ থাক ভর্তি প্রক্রিয়া।
সূত্রের খবর একাধিক অভিযোগ ছিলো এই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে। একাংশের অভিযোগ পর্ষদের সঙ্গে গভীর আঁতাত রয়েছে এই প্রশিক্ষণ দেওয়ার বেসরকারি কলেজগুলির। আর এতেই ঘুঘুর বাসা দেখছে অনেকেই। তবে কি কলেজ গুলির সুবিধা করে দিতেই এমন ব্যবস্থা। প্রাথমিক শিক্ষক হওয়ার প্রশিক্ষণ ডিএলএডে ভর্তি হওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরও ঘুরপথে ভর্তি নিচ্ছে পর্ষদ। এটাও সম্ভব? প্রশ্ন শিক্ষা মহলের। প্রশিক্ষণ প্রার্থীদের থেকে ‘লেট ফি’ হিসাবে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। মানিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বেআইনি ভাবে ভর্তির তারিখ পেরিয়ে যাওয়া ডিএলএড প্রশিক্ষণ প্রার্থীদের থেকে মাথাপিছু ৫০০০ টাকা করে নিতেন। যাতে তারা ভর্তির তারিখ পেরিয়ে যাওয়ার পরও ঘুরপথে ভর্তি হতে পারেন। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালত এই যুক্তি শোনার পরই জানিয়েছে, আপাতত ডিএলএড-এ ২০২১-’২৩ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ পেরোনো ছাত্রছাত্রীদের জন্য যে অতিরিক্ত ফি দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ, তা কার্যকর করা যাবে না। এর ফলেই চরম অস্বস্তিতে পর্ষদ। ওই শিক্ষাবর্ষে ডিএলএড-এ ভর্তি আপাতত স্থগিত রাখতে হবে। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত ওই শিক্ষাবর্ষে ভর্তি নিতে পারবে না পর্ষদ।