
জাহিদ আনোয়ার ,রানীগঞ্জ : মেহুল ভারত যাত্রী নামে এক যুবক গত ২১শে জুন, ২০২১ থেকে গোটা ভারতে সাইকেল ভ্রমণে বেরিয়েছেন। এখন পর্যন্ত তিনি সাইকেলে ৩৫,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন এবং তার লক্ষ্য এক লক্ষ (১০০,০০০) কিলোমিটার পথ অতিক্রম করা। তার যাত্রা শুরু হয়েছিল মধ্যপ্রদেশ ও শেষ হবে মহারাষ্ট্রে। তিনি বর্তমানে গোয়া, দমন ,দিউ ,ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন। রানিগঞ্জে ৯৯ নিউজ ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ওই যুবক বলেন, এই সফরের উদ্দেশ্য হল মানুষকে এবং বিশেষ করে তরুণদের তাদের ইতিহাস সম্পর্কে সচেতন করা। সমাজে অশুভ শক্তি ছড়িয়ে পড়ছে, বিভিন্ন বদ অভ্যাসে রপ্ত হচ্ছে মানুষ , তার লড়াই এই অশুভ শক্তির বিরুদ্ধে। তিনি আরও বলেন যে তার সফরে তিনি মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সমাজকর্মী প্রভৃতি সহ অনেক বিশিষ্টজনের সাথে দেখা করেছেন। তার গোয়া সফরের সময় সাইকেল চুরি হয়ে গিয়েছিল, কিন্তু প্রধান মন্ত্রীর হস্তক্ষেপে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে তার সাইকেল উদ্ধার করে।তিনি বলেন, দীর্ঘ সাইকেল যাত্রায় অনেক মালপত্র নিয়ে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়লেও কিন্তু তিনি থামেন না। তিনি অবশ্যই তার যাত্রা শেষ করবেন । তার যাত্রার উদ্দেশ্য যুব সমাজকে সচেতন করা।এবং সমাজের প্রতিটি স্তর থেকে তিনি বিপুল উৎসাহ পাচ্ছেন বলে জানান।