
রাহুল তিওয়ারি,বারাবনি : গৌরান্ডি আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হাকিম পাড়া ক্রিকেট ময়দানে আয়োজিত হল বারাবনি এম.এল.এ কাপ ২০২৩ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।গৌরান্ডি আজাদ স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম বার্ষিক এই খেলার আয়োজন করা হয়।তিন দিনব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্টের খেলায় মোট আটটি দলের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় দোমহানি একাদশ বনাম পানুড়িয়া একাদশের মধ্যে ।দুই দলের হাড্ডা হাড্ডি খেলার ফাইনালে প্রথম ইনিংসে ব্যাট করে পানুড়িয়া একাদশ ১০ ওভারে শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ১৩৪ রান করে । বারাবনি একাদশ কে ১৩৫ রানের জন্যে বড় লক্ষ্য ছুঁড়ে দেন কিন্তু বারাবনি একাদশ ব্যাট করতে নেমে সাত উইকেটের বিনিময়ে ১১১ রান করে ২৪ রানে পরাজিত হয়।খেলাটির সফল পরিচালনা করেন দুই আম্পিয়ার বিনোদ মাজি ও পাপ্পু খান।এই খেলায় জয়ী দলকে ৩০ হাজার টাকা সহ সুন্দর কাপ ও পরাজিত দলকে ২০ হাজার টাকা ও কাপ পুরস্কৃত করা হয়।তাছাড়া ম্যান অফ দা সিরিজ ও ম্যান অফ দা ফাইনাল ম্যাচ সনু কুমার সিং,সেরা ব্যাটসম্যান দীপক যাদব,সেরা বোলার রাকেশ সাউ,সেরা ফিল্ডার পানুডিয়া একাদশ দলের টুবাই ইত্যাদিকে পুরস্কৃত করা হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ , পঞ্চায়েত সদস্য রঞ্জিত সাউ,পানুডিয়া স্কুল প্রধান শিক্ষক তুষার কান্তি ব্যানার্জি ,শঙ্কর ঠাকুর ,
সজল চক্রবর্তী,আজাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি
আবু তালিব আনসারী ,কাসিম আনসারী ,পুনা আজম আনসারী ,মূর্তাজা আনসারী,মুস্থাক আনসারী, তাহির খান,সারুক আনসারী সহ আরো অনেকে ।