
কৌশিক বসু, দুর্গাপুর : শ্মশানের জমি চলে যাচ্ছে “জমি হাঙর” দের দখলে , এমনকি মৃতদেহ নিয়ে যাওয়ার রাস্তাও বেদখল হচ্ছে ! এমনই অভিযোগ তুলে রবিবার অভিনব প্রতিবাদে নামল বিজেপি। গোপালমাঠে ১৯ নং জাতীয় সড়কের ধারে বিজেপির প্রতীকি মৃতদেহ নিয়ে প্রতিবাদে সামিল হল স্থানীয়রাও। স্থানীয় মহিলা লক্ষ্মী বাউরির অভিযোগ , মৃতদেহ নিয়ে যাওয়ার রাস্তা নেই, সব চলে গেছে দখলে। তাদের দাবি অবিলম্বে এই রাস্তা ফিরিয়ে দেওয়া হোক।

এদিনের এই বিক্ষোভে রীতিমত ” হরিবোল” ধ্বনি দিয়ে বিক্ষোভ দেখানো হয়। মাচায় প্রতীকি মৃতদেহ সাজিয়ে ফুল-মালা দিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। ১ নং মন্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জীর অভিযোগ,তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা শ্মশান ও শ্মশানে যাওয়ার রাস্তা দখল করে নিচ্ছে। যদি অবিলম্বে এই জমি দখল মুক্ত না হয় , তাহলে আমরন অনশনে বসার হুমকি এই বিজেপি নেতার। বিজেপি নেতার অভিযোগের তির স্থানীয় কিছু প্রমোটারের বিরূদ্ধে। এর আগে বহু চিঠি-চাপাটি করেও কোন লাভ হয় নি , অবিলম্বে জমি ফেরৎ না পেলে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে বলে হুঁশিয়ারী বিজেপির। এদিনের আন্দোলনকে ঘিরে অশান্তি এড়াতে মোতায়েন ছিল দুর্গাপুর থানার পুলিশ।