
নম্রতা সামন্ত, ৯৯ বাংলা নিউজ ডেস্ক : বঙ্গে এখন শাসক-বিরোধী সবার পাখির চোখ পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।আর এই সময়ই বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে সিপিআইএম শ্রমিক সংগঠনের বিক্ষোভ দুর্গাপুরের সগড়ভাঙ্গার এলাকার একটি বেসরকারি কারখানায়।
জানা গিয়েছে, সপ্তাহের শুরুর দ্বিতীয় দিনেই মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষোভকারীদের অভিযোগ ওই কারখানা কর্তৃপক্ষ তৃণমূল শ্রমিক সংগঠনের বহিরাগতদের কারখানার কাজে নিযুক্ত করছেন। যার ফলে কাজ থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। তাই স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হোক এই দাবী তুলে কারখানায় মূল গেটে সাতসকালেই বিক্ষোভে সামিল হন বাম শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। নেতৃত্ব দেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার।
প্রসঙ্গত , বছর ঘুরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। শাসক-বিরোধী সব পক্ষই সভা-সমাবেশ শুরু করে দিয়েছে। চলছে পঞ্চায়েতের রণকৌশল তৈরির পালা। ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। বঙ্গে এখন শাসক-বিরোধী সবার পাখির চোখ পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।