
কৌশিক বসু,দুর্গাপুর : “৩ রাজ্যে ভোট মিটতেই গৃহস্থ রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা ও বানিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ৩৫০/-, মোদীর তানাশাহিতে দেশের মানুষ তিতিবিরক্ত , হয় কেন্দ্রের সরকারকে তার নীতির পরিবর্তন করতে হবে নতুবা এই সরকারকে সরিয়ে দিতে হবে”। বুধবার থেকে গ্যাসের মুল্যবৃদ্ধি নিয়ে এভাবেই কেন্দ্রের সরকারকে নিশানা করল সিপিআইএম। বৃহষ্পতিবার সকালে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে বিক্ষোভ শুরু করে বাম দলটি। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে বটলিং প্ল্যান্টের গেটের সামনে এই বিক্ষোভ শুরু হয়। পঙ্কজ বাবু জানান যে অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকার তাদের নীতির পরিবর্তন না করলে দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল বৃহত্তর আন্দোলনের পথে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য , মঙ্গলবার মাঝরাত থেকে গৃহস্থ গ্যাসের দাম ৫০/- সিলিন্ডার প্রতি ও বানিজ্যিক গ্যাস ৩৫০/- বৃদ্ধি পেয়েছে। এমনিতেই গত কয়েক মাসে গ্যাসের দাম আকাশ ছুঁয়ে প্রায় ১১০০/- টাকা সিলিন্ডার প্রতি পৌঁছেছে। এরপর ফের দাম বৃদ্ধিতে নি:সন্দেহে নাভিশ্বাস উঠবে মধ্যবিত্তের। যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ।