
৯৯ বাংলা নিউজ ডেস্ক, দুর্গাপুর : নাকা চেকিং এর সময় গাড়ির ধাক্কায় মৃত্যু দুর্গাপুরের কোকওভেন থানার কর্তব্যরত কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম রাজীব বড়ু(৩৮)। তিনি বাঁকুড়ার হরিরামপুরের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার সোমনাথ থান্ডার শহরেরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ আরও এক আহত সিভিক ভলেন্টিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, শনিবার রাতে কোকওভেন থানার পচা ক্যানেল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। তখন কর্তব্যরত অবস্থায় ছিলেন রাজীব বড়ু নামের পুলিশ কর্মী ও দুই সিভিক ভলেন্টিয়ার। প্রচণ্ড গতিতে যাত্রীবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মী এবং দুই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে বলে অভিযোগ। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল রাজীব বড়ুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷
অন্যদিকে, সিভিক ভলেন্টিয়ার সোমনাথ থান্ডারকেও মহকুমা হাসপাতালে নিয়ে এলে, তাকে অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। আপাতত তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আরও এক সিভিক ভলেন্টিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।