
কৌশিক বসু,দুর্গাপুর : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শনিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতাকর্মীরা। দুর্গাপুর নগর নিগম মোড়ে পথ অবরোধ জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে। এদিন সকালে জেলা সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ দুর্গাপুর নগর নিগম মোড়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে। এরপরেই রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করে কংগ্রেসীরা। শহরের প্রাণ কেন্দ্রে প্রায় দশ মিনিটের এই অবরোধে আটকে যায় গাড়ি। নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে কংগ্রেস কর্মীরা। দুর্গাপুর থানার পুলিশ এসে কংগ্রেস কর্মীদের টেনে হিচড়ে অবরোধ ওঠায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, “রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজ ,সংবিধানের ওপর হস্তক্ষেপ। সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই এই চক্রান্ত করেছে বিজেপি।”

অন্যদিকে দুর্গাপুরের কাদা রোড এলাকায় কংগ্রেস নেতা তরুণ রায়ের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।