
৯৯ বাংলা নিউজ ডেস্ক: ফের জাঁকিয়ে পড়তে চলেছে শীত,নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে আরও দুই ডিগ্রি তাপমাত্রার পারদ পতন হতে পারে৷ এর ফলে কনকনে ঠান্ডা পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত জারি থাকবে কনকনে ঠান্ডা। তাপমাত্রা সামান্য ওঠা নামা করলেও কনকনে শীতের আমেজ ও ঠান্ডা হাওয়া বয়তে থাকবে৷
আরও নামবে পারদ৷ উত্তর থেকে দক্ষিণের জেলা গুলিতে জারি থাকবে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই প্রচণ্ড ঠাণ্ডায় জমে গিয়েছেন বঙ্গবাসী ৷ তার মধ্যেই আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও ছ’দিন চলবে এই ঠাণ্ডার দাপট৷ ফলে হাড় হিম হতে চলেছে সেটা একেবারেই পরিষ্কার।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুদিনের মধ্যে রাজ্যে আরও দুই ডিগ্রি তাপমাত্রার পারদ পতন হতে পারে৷ উত্তরবঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে তিন ডিগ্রিতে৷
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ, উত্তর পশ্চিমেরও বাতাস তো ছিলই। সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে বাড়ছে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে জেলা গুলিতে থাকবে ঘন কুয়াশা। পরে পরিষ্কার হবে আকাশ,সঙ্গে জারি থাকবে উত্তুরে হওয়ার দাপট।
এই জোড়া ফলাতেই বিধস্ত হবে রাজ্যে থেকে জেলা জুড়ে।
জাঁকিয়ে শীতের পরিস্থিতি। রবিবার সামান্য তাপমাত্রা বাড়লেও ফের নামবে পারদ। বুধবার পর্যন্ত রাজ্য জুড়েই জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
এই জোড়া ফলাতেই বিধ্বস্ত রাজ্যের জেলাগুলি।
পৌষ পার্বণের আগেই জাঁকিয়ে বসেছে শীত। রবিবার সামান্য তাপমাত্রা বাড়লেও ফের নামবে পারদ। বুধবার পর্যন্ত রাজ্য জুড়েই জাঁকিয়ে শীতের সম্ভাবনা এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর।