৯৯ বাংলা নিউজ ডেস্ক : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বছরের শুরু থেকেই দেখা মিলেছে শীতের। উত্তরের হওয়া দাপট দেখাচ্ছে দুই বঙ্গেই। আর গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা গিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতেও। এই মুহুর্তের সবচেয়ে বড় খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে আবহাওয়াতে। এমনকি তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫. ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কিন্তু ভোর থেকেই কুয়াশার ঘনঘটায় নাজেহাল ছিল বাংলা।
বুধবার, নতুন বছরের প্রথম সপ্তাহে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এই সূত্রে আবহাওয়া দফতর জানিয়েছে , হাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ তারিখ থেকে পরবর্তী দু-তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি মত কমতে পারে তাপমাত্রা। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সামান্য কমে তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে তাপমাত্রা। তবে তা ১৩ ডিগ্রিতেও নামতে পারে। এছাড়াও মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর- এই ৩ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।উত্তুরে হাওয়া জোরদার হবে। ফলে ঠান্ডা বাড়বে।