
নিজস্ব প্রতিবেদন , পশ্চিম বর্ধমান : কলকাতার রেড রোড থেকে সোমবার দুপুর ১২টা ৫০মিনিটে কাঁকসার কৃষক বাজারের সুফল বাংলার হাবের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই কাঁকসার কৃষক বাজারে সবুজ পতাকা দেখিয়ে ৮ টি চলমান সবজির দোকান কাঁকসার বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়।
কাঁকসার বৃন্দাবনপুর সংলগ্ন কৃষক বাজারে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুরের মহকুমা শাসক ,এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসার বিডিও পর্না দে,পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। জানা গেছে, এই কৃষক বাজারের হাব থেকে টাটকা সবজি চলমান সবজির দোকান উপভোক্তাদের বাড়ির দরজা গোড়ায় পৌঁছে যাবে। এবং উপভোক্তারা স্বল্পমূল্যে কাঁচা সবজি ক্রয় করতে পারবেন। অনলাইনে পোর্টালে নিত্যদিন সবজির যে দাম ধার্য্য হবে সেই দামেই নিত্যদিন সাধারণ মানুষ সবজি ক্রয় করতে পারবেন।
কাঁকসায় সুফল বাংলার হাব উদ্বোধন হওয়ায় খুশি কৃষকরা।
এই প্রসঙ্গে কাঁকসার কাজলাডিহি গ্রামের কৃষক ভজহরি মন্ডল জানিয়েছেন , কৃষকদের অনেকটাই সুবিধা হলো। কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল সরকারি জায়গায় বিক্রি করতে পারবেন।এর ফলে কৃষকদের কষ্টের যে মূল্য সেই মূল্য তারা পাবেন। তবে কাঁকসার বিদ বিহার এলাকার কয়েকশো কৃষক আখ চাষের জন্য আগ্রহী। কারণ কাঁকসায় কোথাও আখ চাষ হয় না। যদি সরকার বিনামূল্যে আখ ও সার দেওয়ার ব্যবস্থা করে তবে কৃষকরা অনেক কৃষক আখ চাষ করতে পারবেন সরকারের কাছে এই দাবি করেছেন তারা।
এছাড়াও রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তিনি জানিয়েছেন, সবজি উৎপাদনে বাংলা প্রথম স্থানে রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কথা ভেবে সুফল বাংলা হাবের ব্যবস্থা করেছে।এতে কৃষকদের সাথে উপকৃত হবেন উপভোক্তারা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে বাংলার মানুষকে একটা বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী।