
কৌশিক বসু, দুর্গাপুর : চলতি বছরের ১০ই ফেব্রুয়ারী ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারের দিকে সহানুভুতির হাত বাড়িয়ে দিল দুর্গাপুর নগরনিগম। বুধবার ওই পরিবারগুলির হাতে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। প্রান্তিকা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা, রাখি তিওয়ারি ও ধর্মেন্দ্র যাদব। এছাড়াও বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্গাপুরের প্রান্তিকা এলাকার তালতলা বস্তিতে ১১ ফেব্রুয়ারী ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় প্রায় ৩৫ টি বাড়ি । ঘটনাস্থলে একের পর এক প্রায় ৬ টি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের জনবহুল বেনাচিতি বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ওই এলাকায় রাস্তাঘাটে যানবাহন চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে দুর্গাপুর ও রানীগঞ্জ দমকল বিভাগ সহ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
অন্যদিকে চেক পেয়ে স্বভাবতই খুশী ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।