

ইসিএল আধিকারিকের রহস্যমৃত্যু
৯৯ ডিজিটাল ডেস্ক : আসানসোলের ধাদকায় ঝুলন্ত ইসিএল আধিকারিকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য । শুক্রবার সকালে আসানসোল উত্তর থানার অন্তর্গত ধাদকায় অবস্থিত ইসিএল ট্রানজিট হোস্টেলে ইসিএল আধিকারিক রাহুল সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর গৌরব গুপ্তা । তিনি জানান যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ইসিএল আধিকারিকের মৃতদেহ পাওয়া গেছে। জানা গেছে যে গতকাল রাতে ওই আধিকারিক খাবার খেয়ে হোস্টেলে ঘুমানোর জন্য যান। আজ সকালে দীর্ঘ সময় তিনি দরজা না খোলায় সন্দেহ হয় । পরে দরজা ভেঙ্গে দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই আধিকারিকের ঝুলন্ত দেহ। নিহত ইসিএল আধিকারিক রাহুল সাহা ছিলেন রাঁচির বাসিন্দা। যিনি ইসিএল সদর দফতরে কর্মরত ছিলেন।