
সংবাদ দাতা ঝালদা: আবার চেয়ারম্যান বদল ঝালদায়।আজ হাইকোর্টের নির্দেশে পৌর প্রধানের দায়িত্ব পেলেন পূর্নিমা কান্দু।
আদালতের নির্দেশে গত ১৭ই জানুয়ারি ঝালদা পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের নির্দল কাউন্সিলার শীলা চ্যাটার্জী পৌর প্রধানের দায়িত্ব নেন। ১৮ই জানুয়ারি মহকুমা শাসকের নির্দেশে শীলা চ্যাটার্জীর সদস্য পদ খারিজ করা হয়। অপসারিত হন শীলা চ্যাটার্জী। পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে গতকাল অর্থাৎ ১৯ জানুয়ারি পৌর প্রধানের দায়িত্ব পান পাঁচ নাম্বার ওয়ার্ডের তৃণমূল থেকে নির্বাচিত কাউন্সিলার সুদীপ কর্মকার। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা করেন পূর্ণিমা কান্দু। ২০ জানুয়ারি কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে বর্তমান উপ পৌর প্রধান পূর্ণিমা কান্দুকে পৌর প্রধানের দায়িত্ব দেওয়া হয়। আগামী ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত ঝালদা পৌরসভার পৌর প্রধানের দায়িত্ব সামলাবেন পূর্ণিমা কান্দু।