৯৯ বাংলা, নিউজ ডেস্ক: গরু পাচার, এসএসসি দুর্নীতিসহ রাজ্যজুড়ে একাধিক মামলার তদন্তে সিবিআই। এরই মধ্যে গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল। তবে কি এবার আরো জোড়ালো চমক থাকছে। জল্পনা শুরু রাজনৈতিক মহলে। সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার এসপি রাজীব মিশ্রকে সরিয়ে দেওয়া হল। সিবিআই সূত্রে খবর তদন্তের গতি আনতেই সিবিআই অফিসার বদলের সিদ্ধান্ত কেন্দ্রীয় এজেন্সির। গরু পাচার মামলার দায়িত্বে থাকা অফিসার কে কলকাতা থেকে বদলি করা হল পাটনায়। অন্যদিকে, কয়লা ও গরু পাচার মামলায় কলকাতার দায়িত্ব পেলেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার ডিআইজি জয়দেবন।
উল্লেখ্য, কয়েক মাস ধরে গরু পাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি। গরু পাচার মামলায় রাজীব মিশ্রের ভূমিকা নিয়ে বারবার আলোচনা হয়েছে। এবার গরু পাচার মামলা কে তো আরো বেশি গুরুত্ব দিতে চলেছে খোদ সিবিআই। তাই এমন সিদ্ধান্ত মত রাজনৈতিক মহলের। তবে তদন্তের মাঝে এভাবে কেন সরানো হলো অফিসার কে? প্রশ্ন করছেন অনেকেই। পাটনায় কেন বদলি করা হল? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
এই মুহুর্তে গরু ও কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআইয়ের দুর্নীতি দমন বিভাগ। সমস্ত মামলাগুলিতেই বেড়েছে সিবিআইয়ের তৎপরতা। এর আগে বিজেপির নেতা নেত্রীরা ঢিমেতালে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তুষ্ট থেকেছে। তাদের কথাতেও উঠে এসেছে একাধিক ক্ষোভও। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তদন্ত প্রক্রিয়া দ্রুত সারতে চাই সিবিআই। তাই অফিসার বদলে এমনই বার্তা দিলেন খোদ কেন্দ্রীয় এজেন্সি। এখন থেকে সমস্ত মামলার তদন্ত করবেন জয়দেবন।