
৯৯ বাংলা নিউজ ডেস্ক: তৃণমূল সরকারের জমানায় এ রাজ্য বিরোধী শূন্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা এখন এমনটাই বলে থাকেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে একটিও আসন পাবে না তৃণমূল, তা কার্যত অসম্ভব। এই অসম্ভবই সম্ভব হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনে একটি আসন জিততে পারেনি তৃণমূল। মোট ১১ টি আসনের মধ্যে ১০ টি আসনেই জয়ী হয়েছেন বাম (CPIM) সমর্থিত প্রার্থীরা। এই জয়ের পর উচ্ছ্বসিত বাম প্রার্থীরা। বাকী একটি আসনে জয়ী হয়েছে এসইউসি সমর্থিত প্রার্থী।
ফলে রাজ্যে বামেরা সাইন বোর্ড হয়ে গেছে বলে তৃণমূল দাবি করলেও খাস কলকাতাতেই শাসক দলকে খাতা খুলতে না দিয়ে নিজেদের অস্তিস্বের প্রমান দিল বামেরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় বোর্ড গঠন করবে বামেরা। শূন্য থেকেই যেন অন্য রকম এক গল্প লিখছে বামেরা। আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কমিউনিস্ট মনোভাব ছড়িয়ে দেবে বামেরা। এর আগে এই সমবায়ের বোর্ড ছিল কংগ্রেসের হাতে। শেষ সমবায় নির্বাচন হয়েছিল ২০১৭ সালে।
এই জয়ের পরও অবশ্য বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ জয়ী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। প্রার্থীরা অবস্থান বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। তারপর অবশ্য সার্টিফিকেট পেয়ে যান প্রার্থীরা। বলা বাহুল্য, কলকাতা পুর নির্বাচন থেকেই বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার লড়াইয়ে নেমেছে বামেরা। এর আগে পূর্ব মেদিনীপুরে সম্প্রতি কৃষি সমবায় সমিতির নির্বাচন, হুগলিতে মাদ্রাসার নির্বাচনেও জয়ী হয় বামেরা। যা পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে।