
৯৯ বাংলা নিউজ ডেস্ক: দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা পিকনিক সেরে ফেরা বাসের। ঘটনায় আহত প্রায় ১৫ জন স্কুল পড়ুয়া খুদে ও শিক্ষক। রবিবার রাতে বিটি রোডের ওপর সোদপুর রাজা রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার জেরে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়৷ যার জেরে শীতের রাতে বাড়ি ফেরার মুখে ভোগান্তিতে পড়তে হয় জনতাকেও৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের একটি প্রাথমিক স্কুলের শিক্ষকেরা ছাত্রদের নিয়ে বীরায় পিকনিকে গিয়েছিলেন৷ ফেরার পথে বিটি রোডের ওপর সোদপুর রাজা রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে ধাক্কা মারে বাসটি । দুর্ঘটনার বাসের দরজা লক হয়ে যায়৷ এগিয়ে আসে সোদপুর ট্রাফিক গার্ডের কর্তব্যরত ট্রাফিক অফিসাররা ও খড়দহ থানার পুলিশ৷
বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় বাসের মধ্যে আটকে থাকা স্কুল পড়ুয়া ও শিক্ষকদের৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনে অংশটি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে৷ ট্রাফিক পুলিশ এবং স্থানীয়রাই আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ সংশ্লিষ্ট বাসের এক সহযাত্রী তথা স্কুল শিক্ষক জানান, হঠাৎ করেই বাসের চালক অসুস্থ হয়ে পড়েন৷ সে কারণেই বাসে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে৷ বাসে ছাত্র-ছাত্রী সহ মোট ৫০ জন যাত্রী ছিলেন৷