
সৈয়দ মফিজুল হোদা, ৯৯ নিউজ বাংলা, বাঁকুড়া: বৃহস্পতিবার সকালে এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বাঁকুড়ার পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগর গ্রাম লাগোয়া কেয়াদিঘি এলাকায় দেহটি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খুন নাকি আত্মহত্যা? না কী এর পিছুনে রয়েছে অন্য কিছু কারণ রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যাক্তির নাম,বিনোদ দলুই,পেশায় মাছ ব্যবসায়ী।বুধবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন বিনোদ। অবশেষে বৃহস্পতিবার সকালে জমিতে স্থানীয় আলুচাষিরা মৃতদেহ পড়ে থাকতে দেখেন।মৃতদেহটি যেখানে পড়ে ছিল তার আশপাশে রয়েছে অসংখ্য মাটির দাগ। এছাড়াও মৃতের মাথায় রয়েছে একাধিক গভীর ক্ষত রয়েছে। এই ঘটনা দেখে তড়িঘড়ি পাত্রসায়ের থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়,এবং মৃতদেহ উদ্ধার করে।তবে কে বা কারা কেন বিনোদকে খুন করল সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে স্থানীয় বাসিন্দারা ও বিনোদের পরিবার। গোটা ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকার মানুষ। কিন্তু কি কারণে এই খুন ধোঁয়াশা সকলের মধ্য।