
দিব্যেন্দু ঘোষ, ৯৯ বাংলা নিউজ: রাজ্য রাজনীতিতে ক্রমশ বিক্ষোভের মুখে শাসকদল। কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করা হয়েছে এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী মঙ্গলবার মামলার শুনানি রয়েছে।
সূত্রের খবর, মামলা দায়ের করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এ ছাড়াও মামলাকারীদের মধ্যে রয়েছেন আইনজীবী সুমনশঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। প্রচুর টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে জানা গেছে।
আদালতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে ২ লক্ষ ২৯ হাজার ৯৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। এর মধ্যে পুরসভা ও নগরোন্নয়ন খাতে ৩০ হাজার কোটি টাকার বেশী দিয়েছে কেন্দ্র সরকার। পঞ্চায়েত স্তরে সেই টাকার নয়ছয়ের অভিযোগ উঠেছে। বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়েছে, পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কেন্দ্র দিয়েছিল ৮১ হাজার ৮৩৯ কোটি টাকা। সেই টাকার পুরোটা খরচ হয়নি বলে অভিযোগ। একইসঙ্গে তাঁদের বক্তব্য, কেন্দ্র সরকার শিক্ষার উন্নয়নের জন্য টাকা পাঠিয়েছিল। সেই টাকার এখনও সঠিক হিসেব মেলেনি।
দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। তবে এবার কি আরো সমস্যার মুখে পড়বে শাসক দল।