সামনেই পঞ্চায়েত ভোট। দিদিকে বলো,দুয়ারের সরকার, চলো গ্রামে যাই কর্মসূচির পর তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবজ ও দিদির দূত। এবার দিদির সুরক্ষা কবচ ওর দিদির দ্রুতকে কটাক্ষ করে পোস্টার পড়ল ব্যান্ডেলে। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বুধবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে দেবানন্দপুর শরৎচন্দ্র সেমিনার হলের মাঠে দিদির সুরক্ষা কবজ ও দিদির দূত সংক্রান্ত বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগেই পোস্টার পড়ল ব্যান্ডেল স্টেশন চত্বরে। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
পোস্টার বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। পোস্টারে লেখা রয়েছে, ‘দিদির ভূতেদের (দূত) তারাও দেবানন্দপুর বাঁচাও’। এবং অন্য পোস্টারে লেখা, ‘আজ দেবানন্দপুরে দিদির ভূতেরা (দূত) আসবে বাড়ির দরজা জানালা বন্ধ রাখুন। প্রত্যেক পোস্টারের নিচে লেখা বিজেপি। পোস্টার পড়ার বিষয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘পশ্চিমবাংলায় যেদিন থেকে তৃণমূল এসেছে সেদিন থেকেই ভূতের প্রভাব বেড়েছে। ভূতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়। ভূতুড়ে ভোটার দেখা যায়। সামনে পঞ্চায়েত ভোট তাই বেশ কিছু ভূতুড়েরা বাড়ি বাড়ি যাবে। কারণ এদের ভোট চলে যাবার পর পাঁচ বছর আর খুঁজে পাওয়া যায় না। তাই হয়তো ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে।’তবে ভুতুড়ে ব্যাপার স্যাপার নিয়ে পাত্তা দিতে রাজি নন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা বিজেপিকে তোপ দেগে খোদ বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘ওটা বিজেপির কালচার। যখন দুয়ারে সরকার চলছিল তখন লকেট-শুভেন্দুরা বলেছিলেন বয়কট করুন। ওরা কী বলল না বলল মানুষ বিশ্বাস করে না। দিদি দিদির মতো চলবে, বাংলার মানুষের সঙ্গে।’